আবাসিক হোটেলে যে কাজগুলো করবেন না

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:২৮ পিএম


আবাসিক হোটেল
ছবি: সংগৃহীত

ভ্রমণ বা কাজের প্রয়োজনে হোটেলে থাকতে গেলে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। আবাসিক হোটেলে থাকার সময় কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। না হলে আমাদের ভয়াবহ ক্ষতি হওয়ার সুযোগ থাকে।

বিজ্ঞাপন

নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলো, যেগুলো হোটেলে থাকাকালীন না করাই ভালো

দরজায় হুট করে সাড়া দেবেন না: দরজায় কেউ নক করলে তৎক্ষণাৎ খুলবেন না। দরজার পিপ হোল দিয়ে দেখুন বা পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ভেতরে ডাকবেন না।

বিজ্ঞাপন

‘ডু নট ডিস্টার্ব’ সাইন: দরজা লাগিয়ে দিলেই কিন্তু হলো না। যতক্ষণ না ‘ডু নট ডিস্টার্ব’ সাইন বাইরে ঝুলিয়ে দিচ্ছেন, ততক্ষণ যে কেউ এসে উটকোভাবে আপনার ব্যক্তিগত সময়ে বাধ সাধতে পারে। আবার ঘর পরিষ্কারের চিন্তা থাকলে সেটি সরিয়ে ফেলুন।

কলের পানি খাবেন না:  হোটেলের ট্যাপের পানি অনেক সময় বিশুদ্ধ নাও হতে পারে। মিনারেল ওয়াটার ব্যবহার করুন। সাবধানতা জরুরি।

বিজ্ঞাপন

মূল্যবান জিনিস কক্ষে না রাখুন: দামি গহনা, ক্যাশ, পাসপোর্ট বা ইলেকট্রনিক ডিভাইস রুমে ফেলে বাইরে যাওয়া নিরাপদ নয়। সম্ভব হলে হোটেলের নিরাপদ লকারে রাখুন।

বিজ্ঞাপন

রিমোট কন্ট্রোল ব্যবহার থেকে বিরত থাকুন: হোটেলের রিমোট সাধারণত জীবাণুমুক্ত করা হয় না। প্রয়োজনে নিজস্ব স্যানিটাইজার দিয়ে মুছে ব্যবহার করুন।

হোটেলের মিনিবারের পানীয় নয়: কোমল কিংবা কঠিন, যেমন পানীয়ই খান না কেন, সেটি হোটেলের মিনিবার থেকে খেতে যাবেন না। দেখা যেতে পারে আপনার রুম ভাড়ার চেয়ে মিনিবারের বিলই গুনতে হচ্ছে দ্বিগুণ-তিন গুণ!

আরও পড়ুন

কক্ষ নম্বর প্রকাশ করবেন না: পাবলিক জায়গায় বা অপরিচিতদের সামনে নিজের রুম নম্বর বলবেন না। নিরাপত্তার জন্য এটি গোপন রাখা জরুরি।

হোটেলের জিনিস নিজের ভাববেন না: সম্প্রতি ইজরাইলের পর্যটকদের বিরুদ্ধে আমিরাতের হোটেল থেকে বিভিন্ন জিনিস চুরির অভিযোগ উঠেছে। হোটেলের দামি আসবাব, এমনকি টাওয়েল, পেইন্টিং এগুলো নিজের সম্পদ ভাববেন না।

ছারপোকায় সাবধান: যত বিলাসবহুল কক্ষই হোক আর সুসসজ্জিত বিছানা হোক, ছারপোকা ঠিকই জানে কীভাবে নিজের জায়গা করে নিতে হয়। কাজেই এ ব্যাপারে ভালোমতো তল্লাশি চালান, ছারপোকার সামান্য আনাগোনা দেখলেই সবকিছু ঠিকঠাক করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করুন। 

এই ছোট সতর্কতাগুলো মেনে চললে হোটেলে থাকার অভিজ্ঞতা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission