ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ভালোবাসার সপ্তাহে আর কী কী দিবস আছে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

পাতা ঝরার মর্মর শব্দ আর রুক্ষ শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভ আর অপরূপ রূপ প্রেমিক মনকে করে তোলে উদাসী। এই উদাসী মনকে প্রশান্তি দিতে মধুর কণ্ঠে অবিরাম গান শোনায় কোকিল। আর এই ভাষা ও ভালোবাসার মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় একটা সপ্তাহ, যাকে আমরা বলি ‘ভ্যালেন্টাইন্স উইক’।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি এসে গেছে সপ্তাহ খানেক হল। দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে প্রেমের সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বিশ্ব মাতবে প্রেমে। 

৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস
১০ ফেব্রুয়ারি-টেডি ডে
১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
১২ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)
১৩ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)
১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)
১৫ ফেব্রুয়ারি-স্ল্যাপ ডে (চড় মারার দিবস)
১৬ ফেব্রুয়ারি-কিক ডে
১৭ ফেব্রুয়ারি-পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি-ফ্লার্টিং ডে
১৯ ফেব্রুয়ারি-কনফেশন ডে
২০ ফেব্রুয়ারি-মিসিং ডে
২১ ফেব্রুয়ারি-ব্রেক ডে 

বিজ্ঞাপন

এস/জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |