ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নিয়মিত চা পানে মিলবে স্বাস্থ্যকর ত্বক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ০৪:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাধারণত অভিভাবকরা ছোটদের চা খেতে দিতে চান না। অভিভাবকদের ধারণা, এই বয়সে চা খেলে ছোট বেলা থেকেই চায়ের নেশা হয়ে যেতে পারে। আবার মনে করা হয়, শারীরিক ক্ষতি হতে পারে। এমন কত কথাই না শোনা যায়। সুন্দরী নারীরা চা খাবেন না, তা দেখেও অবাক হন না কেউ। কারণ, অনেকেই ভাবেন চা খেলে ত্বকের জেল্লা চলে যায়।

বিজ্ঞাপন

কিন্তু এই পানীয়ের আসলে কত রকম গুণ আছে, সে কথা বলে ক’জন! চা হলো এমন একটি পানীয় যা শরীরের যত্ন নেয় নানা ভাবে। ভিতর থেকেও সুস্থ থাকতে সাহায্য করে। আর বাড়ায় ত্বকের জেল্লা।

চা যেভাবে ত্বকের যত্ন নেয়
১. প্রথমত নিত্য চা পানের অভ্যাস থাকলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। আর শরীর ভিতর থেকে তরতাজা থাকলে, তা প্রকাশ পায় চেহারায়।

বিজ্ঞাপন

২. মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই পানীয়। মন চাপমুক্ত থাকলে ত্বকও উজ্জ্বল দেখায়।

৩. রোজ চা খেলে রক্তচলাচল স্বাভাবিক হয়। তাতে ত্বক উজ্জীবিত হয়। চকচক করে।

৪. চায়ে থাকে ক্যাফিন। এই উপাদানের কিছু ভালো গুণ রয়েছে। তার মধ্যে একটি হলো প্রদাহ কমানোর ক্ষমতা। ত্বকের প্রদাহ কমলে, জেল্লাও বাড়ে।

বিজ্ঞাপন

৫. চা হজমশক্তি বাড়ায়। হজম ভালো হলে মুখ-চোখে দাগছোপ কিংবা ব্রণর সমস্যা কমে। আর ত্বক দেখায় মসৃণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |