ফাল্গুনের শুরুতে শীতের আমেজ, পাশাপাশি কিছুটা গরমও অনুভূত হয়। ফাল্গুনে হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাকের প্রাধান্য দেখা যায়। এই মাসেই ভালোবাসা দিবস। সেদিন লাল রং বেছে নেন অনেকে।
ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহে এসব পোশাক রাখেন। ফাগুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার ফটোশুটে অংশ নিলেন দেশের শীর্ষ মডেলরা।
সম্প্রতি গৌতম সাহার কোরিওগ্রাফিতে আজোয়া ফ্যাশন হাউজের ফটোশুট করা হয়। ফটোশুটে অংশ নেন তৃণ, লিন্ডা ও জেবা টাকিয়া। ফটোগ্রাফি করেন বুলবুল আহমেদ।
ফটোশুট নিয়ে গৌতম সাহা বলেন, বসন্ত ও ভ্যালেন্টাইনসকে সামনে রেখে আমরা ফটোশুট করেছি। আজোয়ার ড্রেসগুলো ইন্ডিয়ার কালেকশন। ফাগুন ও ভ্যালেন্টাইনের বেশ কয়েকটি শুট করেছি। আরো কিছু শুট বাকি আছে। সবগুলো শুট দেশের শীর্ষস্থানীয় মডেল ও জনপ্রিয় নায়িকাদের নিয়ে করছি। আশা করছি, সবগুলো শুট দৃষ্টি নন্দন হবে।
আরটিভি/এএ