ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হেফাজতের শাপলা চত্বরের সাত নম্বর দাবি সামনে এলো কেন?

আরটিভি নিউজ

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ , ০৮:১৫ পিএম


loading/img
হেফাজতের শাপলা চত্বরের সাত নম্বর দাবি সামনে এলো কেন?

রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে রাজপথ দখল করেছিল। তাদের ১৩ দফা দাবির মধ্যে ভাস্কর্যবিরোধী দাবি ছিল। নতুন করে সেই পুরনো দাবি সামনে এলো কেন তা জানতে চেয়েছেন মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ।

বিজ্ঞাপন

আজ বুধবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজ’ এবং ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ প্রশ্ন তোলেন তারা। 

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি আন্দোলন করেছিল। তাদের ১৩ দফা দাবির সাত নম্বরে ভাস্কর্যবিরোধী একটি দাবি ছিল। এতবছর পর হেফাজতে ইসলামের সেই দাবি কেন সামনে এলো প্রশ্ন করেছেন সাংবাদিক নেতারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সামনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। এই উদযাপনের আগমুহূর্তে এ ধরনের দাবি তোলার পেছনে কারা জড়িত তাদের বের করতে হবে। হেফাজতের সাত নম্বরে থাকা পুরনো জিকির ২০২০ সালে প্রধান দাবি তোলার কারণ সম্পর্কেও জানতে হবে। 

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আক্রমণকে দেশের অস্তিত্বের ওপর আক্রমণ এমন মন্তব্য করে তিনি বলেন, বিশ্বজুড়ে প্রতিটি দেশে ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য একটি দেশের গুরুত্বপূর্ণ অর্থ বহ করে। দেশে অনেক ভাস্কর্য আছে। কিন্তু এখন হঠাৎ করে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করা হলো? এর পেছনে অবশ্যই রাজনীতি আছে। এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনকে প্রশ্নবিদ্ধ করার রাজনীতি। দেশের বর্তমান যে অগ্রযাত্রা, এটিও কারো গাত্রদাহের কারণ কিনা ভেবে দেখতে হবে।

আহসান বুলবুল আরও বলেন, মাদরাসায় ধর্মীয় শিক্ষার তুলনায় এখন রাজপথে আন্দোলনের শিক্ষায় শিক্ষার্থীদের ব্যস্ত রাখা হচ্ছে। এই কর্মকাণ্ড মাদরাসাগুলো ব্যবহার করে হীন চেষ্টা চরিতার্থ করার অপকৌশল কিনা ভেবে দেখার সময় এসেছে। তাদের সঙ্গে ব্যর্থ দলগুলো সম্মিলিত হয়েছে কিনা সেটা দেখতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |