ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভুল সংশোধন শেষে ‘রাজাকারের’ তালিকা প্রকাশ হচ্ছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ , ০৯:৩৮ পিএম


loading/img
ভুল সংশোধন শেষে ‘রাজাকারের’ তালিকা প্রকাশ হচ্ছে

একাত্তরে স্বাধীনতা বিরোধিতার পাশাপাশি নারী নির্যাতনে সহযোগিতাকারী রাজাকারদের তালিকা তৈরি হচ্ছে। স্বাধীনতার ৪৯ বছরেও রাজাকারদের সঠিক তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সম্প্রতি রাজাকার, আলবদর, আল-শামসসহ স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা প্রকাশ করলেও বিতর্কের সৃষ্টি হয়। ফলে তালিকাটি স্থগিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অবশেষে ত্রুটিপূর্ণ তালিকা সংশোধন শেষে সঠিক তালিকা আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর দিন প্রকাশ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেন, ত্রুটি সংশোধন করে রাজাকারদের তালিকা তৈরি হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া তৈরি করেছে। এটা পাস হলেই আমরা স্বাধীনতাবিরোধীদের সংজ্ঞা নির্ধারণ করে তালিকা প্রকাশ করবো। পর্যায়ক্রমে তালিকা প্রকাশিত হতে থাকবে।

২০১৯ সালের ১৫ ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও ছিল। তালিকাটি বিতর্কের মুখে স্থগিত করে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া রাজাকার, আলবদর ও আলশামসদের কোনো শ্রেণি বিভাগ করা হয়নি। কার কি অপরাধ ছিল তা ব্যাখ্যা করা হয়নি। ফলে তালিকাটি বিতর্কের জন্ম দেয়। এসব বিতর্ক এড়াতে গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের তালিকা তৈরির বিধান রেখে বিজয়ের মাসে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

এফএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |