ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ন্যাটো অচল হয়ে যায়নি : ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ০১:২০ পিএম


loading/img

বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর সামরিক জোট ‘ন্যাটো’ অচল  হয়ে যায়নি। বুধবার হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে  বৈঠকে এমন কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

এসময় ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে সহযোগী দেশগুলোর মধ্যে ঐক্যের দরকার। ন্যাটোকে ইরাক এবং আফগানিস্তানের সহায়তা করার জন্য আরো বেশি কাজ করার গুরত্বারোপ করেন তিনি।

নিজের ব্যাপারে আমেরিকার ইউরোপীয় মিত্রদের অস্বস্তি কাটাতেই ট্রাম্প এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ ন্যাটোভুক্ত অনেক দেশের আশঙ্কা, রুশ ঘনিষ্ঠ ট্রাম্প প্রশাসন ইউরোপকে উপেক্ষা করে শুধু মার্কিন স্বার্থ নিয়েই সন্তুষ্ট থাকবে। নির্বাচনী প্রচারণায় ইসলামবিদ্বেষ ও অভিবাসীবিদ্বেষের পাশাপাশি ন্যাটোরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। সে সময় তিনি ন্যাটোকে পুরনো ধাঁচের ও অকার্যকর সংগঠন বলেও মন্তব্য করেছিলেন। তবে বুধবার ন্যাটো মহাসচিবের সঙ্গে সাক্ষাতে আগের অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন কেনোভাবেই বৈশ্বিক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হতে পারে না। যদিও ক্ষমতা গ্রহণের প্রথমদিন থেকেই তিনি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা বলে আসছিলেন।

এপি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |