ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঢাকায় ৯ তলা ভবনের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ০৬:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর শান্তিনগর এলাকায় নয়তলার বেলকনি থেকে পড়ে কাকলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মে) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা কামাল হোসেন জানান, সোমবার বিকেলে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হওয়ার পর সেখান থেকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শাহজাহানপুর থানার এসআই মুহাম্মদ রফিকুল ইসলাম জানান,  কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |