ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফুফুকে নি'র্মমভাবে হ'ত্যা করলো ভাতিজি

আরটিভি নিউজ

শনিবার, ১২ জুন ২০২১ , ১০:২১ এএম


loading/img
প্রতীকী ছবি

সন্তানকে ধাপ্পড় দেয়ায় ফুফু নিকিতা আক্তার (৪০) ও ভাতিজি জেসমিন আক্তারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায় দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এসময় জেসমিন ঘরে থাকা শিলপাটার শিল দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ফুফু নিকিতা। তবুও থেমে ছিল না ভাতিজি জেসমিন। সে বটি দিয়ে কোপাতে থাকেন ফুফুকে। আর এতেই মৃত্যু হয় ফুফ নিকিতার।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর জেসমিন আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকিতা আক্তারকে হত্যাকাণ্ডের এভাবেই বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরের আগ মুহূর্তে রাজধানীর গুলশান থানার নদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাতিজি জেসমিনকে গ্রেপ্তার করে এবং নিকিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সিনথিয়া।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার (১১ জুন) দুপুর ২টার দিকে নিকিতার মরদেহের ময়নাতদন্ত শেষ হওয়ায় তার মরদেহ বুঝে নেন তার ভাই মো. আজাদ হোসেন।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |