ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ত্রাণের চাল বরাদ্দে সম্পৃক্ততা চান এমপিরা

আরটিভি নিউজ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ০৭:১৬ পিএম


loading/img
জাতীয় সংসদ

অসহায়, দুস্থ ও গরীব মানুষদের সরকারি ত্রাণসহায়তার চাল (জিআর) বরাদ্দের তালিকায় স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা করতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

দেশের সকল জেলার জেলা প্রশাসক বরাবর জিআর চাল ও টাকার থোক বরাদ্দ দেয় সরকার। কিন্তু অসহায় মানুষদের সহায়তা দেয়ার জন্য এমপিদের মতামত নেয়া হয় না। এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন এমপিরা।

বিজ্ঞাপন

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বলেন, কমিটির সদস্যরা বলেছেন মন্ত্রণালয়ের নির্দেশনা মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। সরকারি ত্রাণসহায়তার তালিকার যে চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়, এর একটি কপি যেন স্থানীয় সংসদ সদস্যদের দেয়া হয়। জনপ্রতিনিধিরা এ কাজে সম্পৃক্ত থাকেন।

জিআর বরাদ্দের বিষয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গৃহহীনদের দেয়া ঘর অনেক জায়গায় ভেঙে পড়েছে। নদীর পাড়, পুকুর পাড়, নিচু জমিতে ঘর করা হয়েছে। অনেক জায়গায় নিচ থেকে মাটি সরে গেছে। এতে সরকারেরও ক্ষতি হচ্ছে। এটা নিয়েও আলোচনা হয়েছে। কাজ যেন টেকসই হয়, সেটা তারা বলেছেন।

এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মীর মোস্তাক আহমেদ, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |