ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কবরস্থানে মিললো ১৭ মমি

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ মে ২০১৭ , ০৪:১২ পিএম


loading/img

মিশরের একটি পুরাতন কবরস্থান থেকে অক্ষত অবস্থায় ১৭টি মমি উদ্ধার করা হয়েছে। মমি উদ্ধারের এ ঘটনাকে পর্যটন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির পুরাতত্ত্ব মন্ত্রী। 

বিজ্ঞাপন

রাজধানী কায়রো থেকে ২শ’ ৫০ কিলোমিটার দক্ষিণে মিনিয়া প্রদেশে মাটির আট মিটার গভীর থেকে মমিগুলো উদ্ধার করা হয়। সে সময় সেখানে বেশকিছু চুনাপাথর, পশু কফিন ও প্যাপিরাস পাতা পাওয়া যায়। 
গেলো বছর কায়রো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাডার প্রযুক্তির সহায়তায় মমিগুলোকে খুঁজে পায়। 

গবেষকদের একজন জানিয়েছেন, মমিগুলোতে কোনো তারিখ উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে এগুলো গ্রীক-রোমান যুগের। মমিগুলোর মধ্যে নারী ও শিশুও আছে। ধারণা করা হচ্ছে, সেখানে সব মিলিয়ে ৩২টি মমি রয়েছে। 

বিজ্ঞাপন

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |