ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফেরিডুবির ঘটনা বাংলাদেশে প্রথম ঘটল: শাজাহান খান

আরটিভি নিউজ

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরিডুবির ঘটনা প্রথমবারের মতো ঘটেছে। এর আগে এমন ঘটনা ঘটেনি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। এদিন সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শাজাহান খান বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটল। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি মনে করি তদন্তে মূল ঘটনা বের হবে। দোষীদের বিরুদ্ধে নৌপরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান তাইজুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ। 

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |