ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অ্যানেক্স ভবনের সামনে বসানো হচ্ছে গ্রিক দেবীর ভাস্কর্য

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৭ মে ২০১৭ , ১১:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেয়া গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার রাত ১০টা থেকে ভাস্কর্য বসানোর কাজ শুরু হয়েছে। 

ভাস্কর মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ তদারক করছেন। 

বিজ্ঞাপন

গেলো বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়। ভোরে ভাস্কর্যটি সরানোর কাজ সম্পন্ন হয়। ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মীসহ মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ করেন।

সুপ্রিম কোর্টের মূল চত্বর থেকে সরানোর পর ভাস্কর্যটি কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছিল।

গেলো বছরের শেষের দিকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। পরে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান। এরপর থেকে ধর্মভিত্তিক সংগঠনগুলো ভাস্কর্যটি সরানোর দাবিতে আন্দোলন করছিল। 

বিজ্ঞাপন

ইসলামী ঐক্যজোট হরতালের ঘোষণা দেয়, রমজানের আগে গ্রিক দেবীর ভাস্কর্য না সরালে তারা কঠোর কর্মসূচি দেবে। অব্যাহত হুমকি আসে কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দল, ওলামা লীগসহ সুন্নিপন্থী একাধিক সংগঠনের পক্ষ থেকে। 

বিজ্ঞাপন

এদিকে, বৃহস্পতিবার ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণমঞ্চকর্মী ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোও প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |