ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আর সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ , ০৩:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

সংবিধান অনুসারে বয়স ৬৭ পূর্ণ হওয়ায় আজ (বৃহস্পতিবার) অবসরে যাওয়ার কথা রয়েছে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। তার আগে সাংবাদিকদের সঙ্গে অবসর জীবনযাপন নিয়ে কথা বলেছেন তিনি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি বলেন, অবসর জীবন একা একা কাটাবেন। কোনো সংবাদমাধ্যমে আর সাক্ষাৎকার দেবেন না। তবে সাংবাদিকদের মিস করব।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা অবসর কাটাব। আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে দিলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করি নাই।

তিনি আরও যোগ করেন, আমি আগে সাংবাদিকতা করেছি। আমারও সাংবাদিকতার কার্ড ছিল। তাই অবসরে গিয়ে সাংবাদিকদের খুব মিস করব।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |