ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইংল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রচারণা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৪ জুন ২০১৭ , ০৪:৪৭ পিএম


loading/img

লন্ডনে সন্ত্রাসী হামলার পর জাতীয় নির্বাচনের রোববারের প্রচারণা বন্ধ করেছে ইংলিশ রাজনৈতিক দলগুলো।

বিজ্ঞাপন

দেশটির প্রথমসারির পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসের অনলাইন সংস্করণ জানায়, আসছে ৮ জুনের নির্বাচনের জন্য রোববার দেশটির কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমক্র্যাট পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), গ্রিন পার্টি ও ডেমক্র্যাটটিক ইউনিয়নিস্ট পার্টি প্রচারণা বন্ধ রেখেছে।

এদিকে হামলাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর আহ্বান করায় তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে।

বিজ্ঞাপন

টুইটার ব্যবহারকারী অনেকেই এ আহ্বান নিয়ে ব্যাপক সমালোচনা করেন।

রোববার লন্ডনে দু’টি পৃথক হামলায় ৩ জন সন্দেহভাজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনন্ত ৪৮ জন।

শহরের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে। এছাড়া বারা মার্কেট এলাকায় ছুরি নিয়ে হামলা চালায় কয়েকজন। 

বিজ্ঞাপন

লন্ডন মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার মার্ক রউলি বলেন, হামলায় ৬ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গেলো মাসের ২৩ তারিখে দেশটির অন্যতম বড় শহর ম্যানচেস্টারে মার্কিন পপতারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |