ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের খবর নিচ্ছে না স্বাস্থ্য বিভাগ

আরটিভি নিউজ

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৪২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎ দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি মাসে সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করায় পরিস্থিতি বদলে যায়। গতকালের (শুক্রবার) আগের দিন থেকে টানা ১২ দিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। এছাড়া টানা ছয় দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০-এর ঘরে থাকছে। যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। 

বিজ্ঞাপন

তথ্য মতে, দেশে বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা সোয়া ২ লাখ ছাড়িয়েছে। দেশে সংক্রমণ শুরুর পর থেকে এত চিকিৎসাধীন রোগী এর আগে দেখা যায়নি। তবে অবাক করার বিষয় হলো, আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯৯ শতাংশই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের নিয়মিত খোঁজখবর স্বাস্থ্য বিভাগ করছে না বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল গণমাধ্যমকে জানান, বাড়িতে থাকা রোগীরা কেমন আছেন, কী ওষুধ খাচ্ছেন এগুলো জানতে হবে। রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর যাতে জানতে পারে, সেই ব্যবস্থা চালু থাকা দরকার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশে এখন পর্যন্ত  ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

আরএ/
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |