ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সমকামীরাও বিয়ে করতে পারবে স্কটিশ চার্চে

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ১১:১৮ এএম


loading/img

স্কটিশ এপিসকোপাল চার্চ এক ভোটাভুটিতে সমকামী জুটিদের জন্য চার্চের ভেতরেই বিয়ে করার অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে ব্রিটেনে এই প্রথম খ্রিস্টানদের মূলধারার কোনও চার্চ সমকামী বিয়েকে বৈধতা দিল।

একজন নারী ও পুরুষের মধ্যে বিয়ের প্রচলিত আইন ভোটের মাধ্যমে সংশোধন করে এ পদক্ষেপ নেয় চার্চ।

বিজ্ঞাপন

এর ফলে যে কোনও অ্যাংলিকান চার্চের খ্রিস্টান সমকামী জুটিরা এখন স্কটিশ অ্যাংলিকান চার্চে বিয়ে করতে চাইতে পারবে।

তবে যাজকদের কেউ সমকামী বিয়ে পড়াতে না চাইলে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তা করানো যাবে না বলেও জানিয়েছে এপিসকোপাল চার্চ।

স্কটল্যান্ডে সমকামী বিয়ে ২০১৪ সালে বৈধতা পেলেও স্কটল্যান্ড চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত স্কটল্যান্ড চার্চ খোদ সমকামী বিয়ে বৈধতা দেয়ার এ পদক্ষেপ নিল।

বিজ্ঞাপন

চার্চের ৬৭ শতাংশ যাজক এবং বিশপ ও অন্যান্যদের ৮০ শতাংশের সমর্থনে সমকামী বিয়ে বিলটি পাস হয়েছে।

সমান অধিকারের নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মীরা চার্চের এ পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে। 

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |