ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ০৮:৪৪ এএম


loading/img

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচনে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির সভাপতি ও অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নতুন উপ-কমিটির আহ্বায়ক মো. অজি উল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে জয় লাভ করেছে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল। আর কোষাধ্যক্ষ ও দুই যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে জয় লাভ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল।

বিজ্ঞাপন

সভাপতি পদে মোমতাজ উদ্দিন ফকির পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল পেয়েছেন ২ হাজার ৪৮৯ ভোট। 

অপর দিকে, সাধারণ সম্পাদক পদে আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনিপির ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন ২ হাজার ৮৪৬ ভোট।

অন্যান্য পদের মধ্যে আওয়ামীপন্থী আইনজীবী প্যানেল থেকে সহসভাপতি পদে জয় পেয়েছেন মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন। একই প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন- ফাতেমা বেগম, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।

বিজ্ঞাপন

বিএনপিপন্থী নীল প্যানেল থেকে জয় পেয়েছেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। একই প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন-কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. গোলাম আক্তার জাকির ও মো. মঞ্জুরুল আলম (সুজন)।

এর আগে এই নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ধাক্কাধাক্কি, মারামারির মাঝে এ দিন দুপুর সাড়ে ৩টায় সমিতির সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদে ভোট পুনর্গণনা করতে যান অজি উল্লাহর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনায় নতুন উপ-কমিটি। পরে পুলিশের উপস্থিতে ভোট পুনর্গণনা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |