ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষার নতুন কমিটি নেতৃত্বে মাসুদ-রাশিম-নেওয়াজ

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুন ২০২২ , ১০:৩৩ পিএম


loading/img
ছবি: নিজস্ব

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদ মোল্লাকে (রানা) সভাপতি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের প্রতিষ্ঠাতা রাশিম মোল্লাকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) পদে সাংবাদিক গাজী শাহ নেওয়াজকে নির্বাচিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব কৃষ্ণেন্দু  সাহা নির্বাচন কমিশনার হিসেবে এই কমিটির অনুমোদন করেন।

আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। শুক্রবার (১০ জুন) সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। 

বিজ্ঞাপন

সংগঠনের অন্যরা হলেন- সহ-সভাপতি পদে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ সাউথের লেফটেনেন্ট গভর্নর রনজিৎ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে মো. আলী হোসেন, অর্থ সম্পাদক পদে শাহ আলম মৃর্ধা, ক্রীড়া সম্পাদক পদে দুলাল দেওয়ান, দপ্তর সম্পাদক পদে সুমন মৃর্ধা ও প্রচার সম্পাদক পদে শেখ রায়হান। 

উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন নির্বাচিতরা। ২০১০ সালে ৪০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ টিকিয়ে রাখতে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির যাত্রা শুরু হয়। আগামী ভাদ্র মাসে এই সংগঠনের এক যুগ পূর্তি হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |