ঢাকা

অনলাইনে কেনা পশু পছন্দ না হলে ফেরত পাবেন টাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় অনলাইন থেকে পশু কেনার পর পছন্দ না হলে ক্রেতারা টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় তিনি বলেন, এবারও অনলাইনে কোরবানির পশু কেনার সুবিধা থাকছে। তবে অনলাইনে কেনা পশু পছন্দ না হলে টাকা ফেরত নিতে পারবেন।

এ ছাড়া নগদ টাকার বদলে খামারিরা যাতে স্মার্ট পদ্ধতিতে আর্থিক লেনদেন করতে পারেন, সে জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। 

বিজ্ঞাপন

রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতি অবনতি ঘটায় কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দূরত্ব বজায় রেখে হাট পরিচালনা করতে হবে। 

তিনি বলেন, এ বছর কোরবানির জন্য ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |