ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

খোলা বাজারে সর্বোচ্চ দামে ডলার বিক্রি

আরটিভি নিউজ

বুধবার, ১০ আগস্ট ২০২২ , ০৫:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

চাহিদার বিপরীতে ডলার না থাকায় খোলাবাজারে প্রতি ডলার ১১৯ টাকায় বিক্রি হচ্ছে। দেশের ইতিহাসে এই দামে ডলার আগে কখনও বিক্রি হয়নি। 

বিজ্ঞাপন

বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, অধিকাংশ মানি এক্সচেঞ্জে ডলারের সংকট থাকায় তারা বিক্রির চেয়ে কিনছেন বেশি। যারা এতদিন রাস্তায় ডলার কেনাবেচা করতেন তারাও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে সরাসরি কেনাবেচা করছেন না।

বিজ্ঞাপন

ডলারের এই সংকট শুধু খোলাবাজারে নয়, বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও ১০৮ থে‌কে ১১০ টাকার ওপরে ডলার বি‌ক্রি হচ্ছে। যদিও সবশেষ তথ্য অনুযায়ী, ৯৫ টাকাই বর্তমানে ডলারের আনুষ্ঠানিক দর।

এ‌দি‌কে ডলারের কারসা‌জি রো‌ধে খোলাবাজার ও এক্স‌চেঞ্জ হাউজগু‌লো‌তে ধারাবা‌হিক অ‌ভিযান পরিচালনা ক‌রছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে কয়েকটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত ও  লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্র‌তিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নি‌তেও বলা হ‌য়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে দে‌শের খোলাবাজারে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ টাকার ঘর পেরিয়ে যায়। পরে আবার কমলেও ১৭ জুলাই ফের ১০০ টাকা অতিক্রম করে। গত মা‌সের শেষ দিক নগদ ডলার ১১২ টাকায় উ‌ঠে‌ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |