ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ব্রিটেনের রানির প্লাটিনাম জুবিলী উদযাপনে যোগ দিয়েছিলেন শেখ রেহানা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ০৬:২১ পিএম


loading/img

প্রয়াত ব্রিটেনের দীর্ঘতম সময়ের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে ৭০ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠানমালা ছিল এ বছরেরই ২ থেকে ৫ জুন, যার অন্যতম একটি অনুষ্ঠানে ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। 

বিজ্ঞাপন

৯৬ বছর বয়সে গতকাল ৮ সেপ্টেম্বর রানি বিদায় নেন। এ নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিয়োগান্ত ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল গ্রীষ্মকালীন অবকাশ যাপনের সময় দুর্গে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

ওই দিন সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। তখন তারা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। রানির অসুস্থতার খবরে স্কটল্যান্ড ছুটে যান তার স্বজনরা।

বিজ্ঞাপন

১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। এই সময়ে দু’বার বাংলাদেশ সফর করেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |