ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা : চালক ও সহকারী কারাগারে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ , ০৫:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাসচালক মো. শাহ আলম ও তার সহকারী মোহনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদাতল শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিল থেকে ৮ নম্বর বাসে যাত্রাবাড়ী যাচ্ছিলেন মুরাদ নামের এক যাত্রী। পথে হেলপারের সঙ্গে তার তর্ক হয়। পরে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেন। এতে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত ওই দিন রাতেই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |