ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৩ ডিআইজি প্রিজন্স ও ২ জেল সুপারকে বদলি

আরটিভি নিউজ

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০১:৪৪ এএম


loading/img
ফাইল ছবি

আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার দুই দিনের মাথায় ৩ কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুই জন সিনিয়র জেল সুপারকে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ নেই। 

বদলি হওয়াদের মধ্যে- চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক এ. কে. এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |