ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-রুয়ান্ডার মধ্যে বিমান চলাচলে চুক্তি সই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ১২:০৩ এএম


loading/img
ছবি সংগৃহীত

খুব শিগগিরই বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমান চলাচল শুরু হবে। বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং রুয়ান্ডার হাইকমিশনার নয়াদিল্লিতে এ বিষয়ে চুক্তি সই করেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমানপথে মানুষ ও পণ্য পরিবহন করা যাবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।  

বিজ্ঞাপন

বাংলাদেশের কৃষি ও খাদ্য, বিনিয়োগ, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা এবং দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। 

বাংলাদেশ থেকে রুয়ান্ডার দ্বিপাক্ষিক সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ সভা আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |