ঢাকা

২০২২ সালে আইনি সহায়তা পেয়েছেন সাড়ে ৩২ হাজার মানুষ

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৮:৪৪ পিএম


loading/img

সারাদেশের জেলা লিগ্যাল এইড অফিসগুলোর মাধ্যমে ২০২২ সালে ৩২ হাজার ৫৫৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ২০১৫ সালের জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে লিগ্যাল এইড অফিসে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম শুরু হয়। কেবল ২০২২ সালে ৩৭ হাজার ৮৬০ জন মামলা দায়ের করার পূর্বেই এডিআর করার জন্য লিগ্যাল এইড অফিসে এসেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, সাধারণ মানুষ এখন মামলা দায়েরের পূর্বে এডিআর বা মীমাংসার মাধ্যমে তাদের বিরোধ মিটাতে উৎসাহী।

বিজ্ঞাপন

তিনি বলেন, লিগ্যাল এইড অফিসগুলো আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিদ্যমান আইন ও বিধিমালার মাধ্যমেই বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। তাই আপাতত আইন সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |