ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জাপানি দুই শিশু কার কাছে থাকবে, জানা যাবে রোববার

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ০৯:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

জাপানে জন্ম নেওয়া দুই শিশু বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর কাছে থাকবে, সে বিষয়ে রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণা করবেন।

নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

তারও আগে গত ১৫ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান উভয় পক্ষের বক্তব্য শুনে তা রেকর্ড করেন। তারপর তিনি রোববার (২২ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |