ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এমপি গোলাপের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৩১ পিএম


loading/img

সুপ্রিমকোর্টের আইনজীবী ও যুবলীগের সাবেক নেতা সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এ ক্ষতিপূরণের মামলার আবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ মানহানির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, আমাকে নিয়ে দেশে-বিদেশে ভিডিওর মাধ্যমে এবং দুদকে গিয়ে বিভিন্ন মিডিয়াতে মিথ্যা অপপ্রচার করেছে, এতে করে সামাজিকভাবে আমার মানহানি হয়েছে। এ কারণে ৫০০ কোটি টাকার মামলা করেছি।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাপের যুক্তরাষ্ট্রে ‌‘বাড়ি’ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়ার পর সুমনের বিরুদ্ধে এই মামলার আবেদন করেন তিনি। এক সপ্তাহ আগে গোলাপের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে জানিয়ে দুদকে লিখিত অভিযোগ দিয়েছিলেন সুমন। অভিযোগে তিনি বলেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে কোনো চিঠি পায়নি বলে জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, একটি অনলাইন পোর্টালে দেখেছি, আমার বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। নোটিশ পেলে পদক্ষেপ গ্রহণ করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |