ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৩০ টাকায় ধান ও ৪৪ টাকা দরে চাল কিনবে সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ , ০৬:১৭ পিএম


loading/img

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য প্রতি কেজি বোরো ধানের দাম ৩০ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন ধান এবং ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |