ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নাইজেরিয়ায় ১১ কৃষককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জুন ২০২৩ , ০১:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় সন্ত্রাসীরা একটি কৃষি খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ জুন) ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার বরনো প্রদেশের কুয়াইয়ানগিয়া এলাকায় একটি কৃষি খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী।

বিজ্ঞাপন

স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো এএফপিকে বলেন, সন্ত্রাসীরা ১১ কৃষককে জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। এরপর পিছমোড়া করে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।

আরেক মিলিশিয়া নেতা উমার আরি দাবি করেন, বোকো হারামের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।কেউ যেন বুঝতে না পারে সেজন্য তারা বন্দুক ব্যবহার করেনি। হত্যার পর মরদেহগুলো তারা খামারেই ফেলে গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |