ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

তথ্যমন্ত্রীকে টেলিভিশন চ্যানেল মালিকদের ধন্যবাদ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ , ১০:৩৪ পিএম


loading/img

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। চাঁদাবাজি-হয়রানির দায়ে অভিযুক্ত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেল, ক্যাবল টিভি’র বিরুদ্ধে অভিযানের জন্য তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধন্যবাদ জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুন) অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত অভিনন্দন পত্রে বলা হয়েছে, অবৈধ আইপি টিভি, ইউটিউব চ্যানেলগুলোর কোনো নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে এসব চ্যানেল জাতীয় সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা লংঘন করে মানহীন তথ্য ও কন্টেন্ট সম্প্রচার করে আসছিল, যা দেশে এবং বিদেশে অবস্থানরত সকল শ্রেণির দর্শককে বিভ্রান্ত করছে ও দেশের ভাবমূর্তি নষ্ট করে তুলছে।

পত্রে আরও বলা হয়, অবৈধ আইপি টিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই। 

বিজ্ঞাপন

এর আগে আইপিটিভি, ইউটিউব চ্যানেল, ক্যাবল টিভির বিরুদ্ধে অভিযানের জন্য সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

গত ১৮ জুন এ বিষয়ে এক চিঠি দেওয়া হয় সকল জেলা প্রশাসককে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওই চিঠিতে নির্দেশনা দেয় যে, জেলার ম্যাজিস্ট্রেটরা দেশব্যাপী অভিযান পরিচালনা করবে। ওই কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জুন নানা অভিযোগে অভিযুক্ত সি-প্লাস টিভি, সি-ভিশন, ২৪ টিভি ও এসবিটিভি নামের অনুমোদনহীন চারটি আইপিটিভির অফিস সিলগালা করেন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |