তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। চাঁদাবাজি-হয়রানির দায়ে অভিযুক্ত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেল, ক্যাবল টিভি’র বিরুদ্ধে অভিযানের জন্য তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধন্যবাদ জানায় সংগঠনটি।
মঙ্গলবার (২৭ জুন) অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত অভিনন্দন পত্রে বলা হয়েছে, অবৈধ আইপি টিভি, ইউটিউব চ্যানেলগুলোর কোনো নিবন্ধন নাই। দীর্ঘদিন ধরে এসব চ্যানেল জাতীয় সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা লংঘন করে মানহীন তথ্য ও কন্টেন্ট সম্প্রচার করে আসছিল, যা দেশে এবং বিদেশে অবস্থানরত সকল শ্রেণির দর্শককে বিভ্রান্ত করছে ও দেশের ভাবমূর্তি নষ্ট করে তুলছে।
পত্রে আরও বলা হয়, অবৈধ আইপি টিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই।
এর আগে আইপিটিভি, ইউটিউব চ্যানেল, ক্যাবল টিভির বিরুদ্ধে অভিযানের জন্য সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
গত ১৮ জুন এ বিষয়ে এক চিঠি দেওয়া হয় সকল জেলা প্রশাসককে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওই চিঠিতে নির্দেশনা দেয় যে, জেলার ম্যাজিস্ট্রেটরা দেশব্যাপী অভিযান পরিচালনা করবে। ওই কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জুন নানা অভিযোগে অভিযুক্ত সি-প্লাস টিভি, সি-ভিশন, ২৪ টিভি ও এসবিটিভি নামের অনুমোদনহীন চারটি আইপিটিভির অফিস সিলগালা করেন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং হিমাদ্রী খীসা।