সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬ জন আইনজীবীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষকের যাচাই শেষে বার কাউন্সিল ফল ঘোষণা করবে। পরে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য নতুন তারিখ ঘোষণা করবে বার কাউন্সিল। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পাবেন।
বিজ্ঞাপন
এর আগে গত ৪ মার্চ হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।