ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চেম্বার কোর্টে মামলা নিষ্পত্তির রেকর্ড

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ , ০৮:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত এক কার্য দিবসে মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন।
 
বুধবার (৩০ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এক কার্য দিবসে ২৬৬টি মামলা নিষ্পত্তি করেন। 

বিজ্ঞাপন

দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার আদালতে এসব মামলা নিষ্পত্তি করা হয়। এর আগে চেম্বার আদালতে একসঙ্গে এতো মামলা নিষ্পত্তির রেকর্ড নেই।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান সংবাদমাধ্যমকে বলেন, একদিনে চেম্বার আদালতে ২৬৬ মামলা নিষ্পত্তি হয়েছে। আমার জানামতে চেম্বার আদালতে এর আগে এত মামলা একসঙ্গে নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই। এটি সত্যিই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন বলেন, একজন কর্মঠ বিচারকের জন্য এটি একটি প্রকৃত উদাহরণ। আমি আশা করি অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন।

তিনি বলেন, চেম্বার বিচারপতি একটি অসাধারণ কাজ করেছেন। মামলার জট কিভাবে কমাতে হয় তার জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |