ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সংসার বেশি ভাঙছে খুলনার নারীদের

আরটিভি নিউজ

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দেশে বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে, ঠিক তেমন তালাক এবং বিধবার সংখ্যাও বেড়েছে। খুলনার নারীদের সংসার বেশি ভাঙছে। অন্যদিকে সিলেট বিভাগে বেড়েছে অবিবাহিতদের সংখ্যা।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ (এসভিআরএস) এ চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এটি সম্প্রতি ওয়াবসাইটে প্রকাশ করে সংস্থাটি।

এসভিআরএস প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে তালাক, দাম্পত্য বিচ্ছেদের হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। তবে পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, খুলনা বিভাগের নারীরা ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন।

অন্যদিকে, দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী-পুরুষের ৬৩ দশমিক ৯ শতাংশ। বিপরীতে দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি। তবে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এখানে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী বিয়ে করেননি।

আর বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এখনো বিয়ে করেননি এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |