বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়। বাংলা একাডেমির প্রতি প্রধানমন্ত্রীর অনেক টান। তিনি ২১ বার বাংলা একাডেমির বইমেলা উদ্বোধন করেছেন।
তিনি বলেন, অনেকেই সরকারের আসবেন-যাবেন। বঙ্গবন্ধুর পর বাংলা একাডেমির প্রতি এরকম ভালোবাসা শেখ হাসিনা ছাড়া অন্য কারও মধ্যে দেখিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নিতে হবে। তার রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে তাহলে জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্ব এবং বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি আসলাম সানি, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী ও শিহাব শাহরিয়ার বক্তব্য রাখেন।