ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ যেদিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৮ এপ্রিল। ওই দিন সূর্যকে কিছু সময়ের পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এর ফলে দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার নেমে আসবে।

বিজ্ঞাপন

মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ৮ এপ্রিল বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে। ওইদিন পৃথিবীর এ তিন অঞ্চলে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে রাতের মতো অন্ধকার নেমে আসবে।

বিজ্ঞাপন

এ ছাড়া চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

প্রতি ১৮ মাস পরপর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ। এর ফলে পৃথিবীর বুকে সূর্যের আলো পড়া বাধাগ্রস্ত হয়। ফলে কিছু সময়ের জন্য সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |