ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিইআরসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ , ০৮:১৪ পিএম


loading/img
ফাইল ছবি।

বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৬ ধারা অনুযায়ী জালাল আহমেদকে বিইআরসি’র নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, জালাল আহমেদের চাকরির মেয়াদ হবে তিন বছর এবং এই মেয়াদ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তিনি যেকোনো সময় এক মাসের নোটিশ প্রদানপূর্বক পদত্যাগ করতে পারবেন। আর তার অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ১১ ধারা প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া নিয়োগ প্রাপ্তির পর জালাল আহমেদ নিজ নামে বা বেনামে (পোষ্যদের নামে) বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, জালাল আহমেদ এক লাখ পাঁচ হাজার টাকা ও বাড়ি ভাড়া বাবদ নির্ধারিত পঞ্চাশ হাজার ৬০০ টাকা প্রতি মাসে পাবেন। তার নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় পাবেন। এ ছাড়া তিনি তার ব্যবহারের জন্য একটি সার্বক্ষণিক গাড়ি পাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |