ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি: রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ০১:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীতে ব্র্যাক আয়োজিত বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, এনজিওর কাজের ক্ষেত্রে আমাদের সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা আছে। এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের যদি প্রমোট না করতে দেন তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে আটকে পড়বে এনজিওগুলো।

বিজ্ঞাপন

তিনি বলেন, এনজিওর ভেরিফিকেশন প্রসেস অনেক দীর্ঘ। এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি। শুধু শুধু স্থানীয় এনজিওগুলোকে আষ্টেপৃষ্ঠে বাধা দিয়ে তো আসলে লাভ নেই।

যেসব এনজিও আছে, নিজেদের কাজের সুবিধার্থে তাদের ঐকমত্যে আসা জরুরি বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।

আরটিভি/এসএইচএম-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |