ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অনুমতি না পেলেও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ , ০১:৫৪ পিএম


loading/img

সরকারের পক্ষ থেকে অনুমতি না দিলেও আগামীকাল শুক্রবার সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০১৫ সাল থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে দাবি করছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাচ্ছে দলটি।

বিজ্ঞাপন

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার বিকেলে নয়াপল্টনেই এই সমাবেশ হবে। এরইমধ্যে সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে ঐ স্থানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সঙ্গে, জনগণের সঙ্গে মশকরা করার শামিল। তবুও আমরা আশা করছি সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।

রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো নজির নেই। ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর। আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, বর্তমান ক্ষমতাসীনদের আমলে বিরোধী দলগুলোকে বারবার কর্মসূচি করতে না দিয়ে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা ধ্বংস করে দেয়া হয়েছে। আর এ কারণে রাষ্ট্র-সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে কিছু জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এখনও আমাদেরকে কিছু জানায়নি। অনুমতি না পেলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |