ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকারি সব চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিসিএসসহ সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে মোখলেস উর রহমান এ তথ্য জানান।

এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। এ ছাড়া সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও ছিল বেশি।

বিজ্ঞাপন

সিনিয়র সচিব জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |