ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আ.লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ফের হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ০৯:৫১ এএম


loading/img
ফাইল ছবি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদসহ ১৬ জনকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার অগ্রগতি জানাতে আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে ওঠানো হচ্ছে এই ১৬ জনকে।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন—সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এএইচএম  শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাংগীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম।

এর আগে, গত ১৭ নভেম্বর জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |