ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ১১:৫৯ এএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

অন্যরা হলেন—সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। রাজধানীর বিভিন্ন থানায় পৃথক এ মামলাগুলো করা হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। বিচারক জিয়াদুর রহমান তাদের এ আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, যাত্রাবাড়ী ও  ভাষানটেক থানার দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজ এবং কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |