ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের হামলা, প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৪:৪৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘আগ্রাসন’ ও বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে ‘দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিনেদুপুরে বিএসএফ এসে আমাদের ফসল নষ্ট করেছে ও বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাদের প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে।’

আখতার হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ পরাধীনতার স্বাদ আর কোনোভাবেই সহ্য করবে না। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা আজকে বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |