ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ১০:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এ পদে প্রাথমিকভাবে ২৭৯ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অ্যাসিসট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে ২৭৯ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। 

সবশেষে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |