৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৫১ পিএম


৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও
ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এখন থেকে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও সেবা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে এখন থেকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি-বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ৯৯৯- নম্বরে কল করে ইংরেজি ভাষায় জরুরি সেবা নিতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য প্রতিদিন তিন শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক চালু থাকবে। ৯৯৯ নম্বরে ডায়াল করে ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে। 

এর আগে, গত ১২ জানুয়ারি থেকে এ সেবা চালু হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ নম্বরটি টোল ফ্রি। এ নম্বরে কল করা ব্যক্তিকে একজন অপারেটরের সঙ্গে সংযুক্ত করা হয়, যিনি কল করা ব্যক্তিকে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সঙ্গে সংযুক্ত করেন। বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি হেল্প ডেস্কের অধীনে এসব পরিষেবা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission