ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা আজ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৮:৪০ এএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা মঙ্গলবার (১৩ মে) ঢাকায় অনুষ্ঠিত হবে। ভিয়েতনামের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী প্যান থি থাং।  

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা ১৩ থেকে ১৪ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। ভিয়েতনামের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী প্যান থি থাং। বৈঠকে উভয়পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে– অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবিলা করা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ প্রচার করা। 

বিজ্ঞাপন

জেটিসি সভার পাশাপাশি আগামী ১৪ মে একটি বাংলাদেশ-ভিয়েতনাম ব্যবসায়িক ফোরামও আয়োজন করা হবে, যেখানে উভয় দেশের প্রধান ব্যবসায়ী নেতা এবং শিল্প প্রতিনিধিরা একত্র হবেন।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |