ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৯:০৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইন জরুরি কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। যার জন্য বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার ও পাগলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়টিতে সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

বিজ্ঞাপন

সে সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |