ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এবার ‘বসন্তের কোকিল’ নিয়ে হাজির সেই ‘মধু রনি’, আবারও ভাইরাল

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৩:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলেন তরমুজ বিক্রেতা রনি। মূলত তরমুজ বিক্রির সময় রাজধানীর কারওয়ান বাজারে ‘ওই কীরে কী, মধু, মধু.... রসমালাই’, এই কথাগুলো বলে ‘ভাইরাল’ হন তিনি। সেই রনি এবার ভাইরাল হলেন লিচুর নাম ‘বসন্তের কোকিল’ দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে যিনি এখন ‘বসন্তের কোকিল’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

লিচুর নাম বসন্তের কোকিল রাখার বিষয়ে জানতে চাইলে রনি বলেন, বছরে একবার আসে! এইজন্যই ভাই লিচু বসন্তের কোকিল। আর কোকিলও বসন্তে একবার ডাকে।

ভাইরাল ভিডিওটি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম রিলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, এবং অনেকেই তার সংলাপকে নিজেদের ভাষায় রিমিক্স করে পুনরায় উপস্থাপন করছেন।

বিজ্ঞাপন

মূলত ছন্দময় কথা বলার ঢঙ, আবেগী উচ্চারণ ও নির্ভেজাল হাস্যরসই যেন রনিকে ভাইরাল করে তোলে। তার এই ভাইরাল সংলাপ এখন শুধু মজার উপাদান নয়, বরং হয়ে উঠেছে এক ধরনের ট্রেন্ড।

রনির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। কারওয়ান বাজারে প্রায় দেড় দশক ধরে মৌসুমি ফল বিক্রি করেন। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোরকাল থেকে। ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপনের মডেলও হয়েছেন রনি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |