ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় সমাবেশ-র‍্যালি

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৯:৫৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ শুক্রবার রাজধানী ঢাকায় বাদ জুমা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সামনে থেকে কলাভবন, শ্যাডো এবং মলচত্বর অতিক্রম করে রাজু ভাস্কর্যে গিয়ে সমবেত হয়। পরে সেখানে বক্তব্য দেন নেতারা। 

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থী ও শান্তিকামী নাগরিকদের আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১৩ জুন ইরানে ইসরায়েলি গুপ্ত হামলায় বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী শহীদ হন। এরপর সপ্তাহজুড়ে পাল্টাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে। 

বিজ্ঞাপন

এরই প্রতিবাদে আয়োজিত আজকের এ সমাবেশ ও র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রাজু ভাস্কর্যে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে আল কুদস কমিটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মোস্তফা তারেকুল হাসান বলেন, আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে তবে তার জবাব দেওয়ার জন্য তেহরান প্রস্তুত আছে। বাংলাদেশের আপামর জনগণ এই লড়াইয়ে নৈতিকভাবে ইরানের সঙ্গেই আছে। তাদের এবং ফিলিস্তিনের মজলুমদের জন্য আমাদের নিরন্তর দোয়া।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির আলোচিত উক্তি ‘আমার শরীরের দাম নেই, ইরানের দাম নেই, দাম রয়েছে ইসলামের’ তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা ইরানকে পূর্ণাঙ্গ শক্তিতে দেখতে চাই। ইসলামের পতাকাকে উড্ডীন রাখার জন্য ইরান তার সকল শক্তি দিয়ে ইসরায়েলকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

ইউনাইটেড ফর বাংলাদেশের সদস্য সচীব মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, ‘এই লড়ায়ে ইরান একা। সারা দুনিয়ার বুকে এক ইরানই লড়াই করে যাচ্ছে। আমরা ইরানের সঙ্গে আছি। একই সঙ্গে গাজার মজলুম জনগণের প্রতি সংহতি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

মুসলিম বিন হাই বলেন, ইরান যেকোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তিকে মোকাবিলা করার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিল। আর আরবের অন্যান্য রাষ্ট্রগুলো এখনো আমেরিকার পা চাটা নীতিতে অটল রয়েছে।

নুরে আলম মাসুদ নামে আরেক বক্তা বলেন, শিয়া-সুন্নি ঐক্য দুটি গ্রুপের ঐক্য নয়, বরং নিজ ভাইয়ে ভাইয়ে ঐক্য। ভাই ভাইয়ে ভুল বোঝাবুঝি দূর করা। কতিপয় ব্যক্তি ও মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষকে হতাশ করে, তারা বলে, ইরান মনে হয় পারবে না, ইরান মনে হয় খতম হয়ে গেল, আমেরিকা মনে হয় চলে আসলো, পারমাণবিক বোমা মেরে দিল। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, আমরা এসব কথার পরোয়া করি না। আপনাদের দায়িত্ব হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা সচেতনার কাজগুলো করুন। বিভক্তিমূলক কথাগুলোতে ঢুকবেন না। উসকানিমূলক কথা এবং আকিদার আলাপে আপনারা জড়াবেন না।

ইরানের মাদ্রাসা জাহরাতে অধ্যয়নরত নারী শিক্ষার্থী মাহমুদা সুমাইয়া বুশরা বলেন, ‘আজ এখানে একজন মুসলিম হিসেবে ইরানকে সংহতি জানাতে ও ফিলিস্তিনের পক্ষে নিজের মানবিক ও ইমানি দায়িত্ব থেকে উপস্থিত হয়েছি। নিঃসন্দেহে ইসরায়েলের পতন খুব নিকটে। কারণ ইসরায়েল ভুল ব্যক্তির সঙ্গে শত্রুতা করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সাহসী নেতা সৈয়দ আলী খামেনি (হা.) ইমাম হুসাইনের শিক্ষায় শিক্ষিত। তাই আমরা কেবল শক্তির জোরে নয়, ইমান এবং শাহাদাতের জোরে ইসলামের বিজয় নিশ্চিত করব এবং ফিলিস্তিনকে মুক্ত করব ইনশাআল্লাহ! আমি একজন ক্ষুদ্র মুসলিম নাগরিক হিসেবে দেশবাসী ও বিশ্ববাসীকে ইরানকে সহযোগিতা এবং ফিলিস্তিনকে মুক্ত করার এই যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |