ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘ফ্রিল্যান্সারদের ইনসেন্টিভ বাড়ানোর ব্যবস্থা করছে সরকার’

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৩:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সরকার ফ্রিল্যান্সারদের ইনসেন্টিভ বাড়ানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘বিপিও সামিট বাংলাদেশ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ বলেন, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ধারণ করতে না পারে তাহলে ব্যবসা থেকে বাদ হয়ে যাবে। সরকারের প্রত্যেকটা বিভাগকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে আসতে হবে, এর কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন
আরও পড়ুন


 
তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের প্রথম খসড়া আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ক্যাবিনেটে তোলা হবে। ফ্রিল্যান্সারদের ইনসেন্টিভ বাড়ানো এবং সহজ করার ব্যবস্থা করছে সরকার। বাংলাদেশে পে-পাল আনার জন্যও একাধিক টিম কাজ করছে।
 
এ সময় পূর্বাচলে হাইটেক সফটওয়্যার পার্ক করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) আহ্বানের কথাও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |